ধুনটে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

S M Ashraful Azom
ধুনটে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। দারিদ্র্য হ্রাসের মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করা। আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সকলের সঙ্গে মিলেমিশে চলতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচীর সুফল শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগন ভালোভাবেই পাচ্ছে।

সোমবার বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, টিফিন বক্স, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠ পর্যায়ের কর্মীদের মাঝে টেবিল, চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধুনট উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ও বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অর্থায়নে এসব উপকরণ বিতরণ করা হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ক ম সানাউল মোস্তফা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক আল আমিন তরফদার, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top