
মো. শাহ্ জামাল, জামালপুর: জামালপুরে ৬ শতাধিক ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। ৩৫ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ, ১৩ মার্চ সকালে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন রৌমারী বিওপি’র হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে বিজিবির টহলদল সালাম ফকিরকে আটক করে। গ্রেপ্তারকৃত সালাম ফকির রৌমারী উপজেলার চরবামনেরচর গ্রামের আবু বক্করের ছেলে।
একই দিনে বালিয়ামারী বিওপি’র সুবেদার মোঃ মিজানুর রহমানের আরেকটি টহল অভিযান চালিয়ে ৪৯৫ পিচ ইয়াবাসহ রমজান আলীকে (২১) গ্রেপ্তার করে। সে নটানপাড়ার গোলাম হোসেনের ছেলে। অপরদিকে হিজলামারী বিওপি’র হাবিলদার মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে বিজিবির পৃথক টহলদল আরো ৮৮ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এর আগের দিন বিজিবির আরেক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ মার্চ দুপুরে জামালপুর ৩৫ বিজিবি’র বাঘারচর বিওপি’র নায়েব সুবেদার মোঃ আলী আনসারের টহলদল উত্তর মাখনেরচর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৭৬ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
