কুড়িগ্রামে হোম কোয়ারেন্টাইনে ১৬৯জন

S M Ashraful Azom
কুড়িগ্রামে হোম কোয়ারেন্টাইনে ১৬৯জন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত না হলেও হোম কোয়ারেন্টাইন অব্যাহত রয়েছে।

করোনার অজুহাতে প্রতিদিন নিত্যপন্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে চাল ও পিঁয়াজের।

প্রতি ৫০ কেজি চালের বস্তায় দাম বেড়েছে ৩শ থেকে সাড়ে ৩শ টাকা। জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও ভোগ্যপণ্যের দাম কমছেনা।  জেলা সিভিল সার্জন অফিস জানায়,এ পর্যন্ত বিদেশ থেকে আগত বাংলাদেশী ১৬৯জন হোম কোয়ারেন্টাইনে আছেন। গত ২৪ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৯০ জনকে।

  জেলা সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান জানান,জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে সেবা প্রদান করতে ডাক্তার, নার্সসহ সং্িশ্লষ্ট সকলকে প্রশিক্ষণ দিয়ে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে নিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় প্রতিদিন কাজ করা হচ্ছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top