আগামী ২১ দিনের জন্য পুরো ভারত লকডাউন

S M Ashraful Azom
আগামী ২১ দিনের জন্য পুরো ভারত লকডাউন

সেবা ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে মহামারি রূপ নেয়া প্রাণঘাতি করোন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো দেশটি ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ লকডাউন জারির খবর ঘোষণা করেন তিনি।

স্থানীয় সময় রাত ৮টার দিকে দেয়া এই ভাষণে মোদি বলেন, ‘করোনাভাইরাসের বিস্তাররোধে মঙ্গলবার রাত ১২টা থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হবে, চলবে আগামী ২১ দিন পর্যন্ত।’

তিনি বলেন, ‘একদিনের জনতা কারফিউ দেখিয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করতে পারি। করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা।’

এই লকডাউনের সময় ভারতে সব ধরনের অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে রেল চলাচলও।

মঙ্গলবার রাত ১২টার আগেই সব বিমান ফ্লাইট শেষ করতে নির্দেশ দেয়া হয়েছে বিমান সংস্থাগুলিকে। তবে পণ্যবাহী বা কার্গো বিমানের চলাচল চালু থাকবে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার উৎপত্তি হওয়ার পর বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ৩ লাখ ৯৫ হাজার ৫৩২ জন লোক আক্রান্ত হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে ১৭ হাজার ২২৯ জন মানুষ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top