
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা প্রেসক্লাব কার্যালয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক এম আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে অর্থ সম্পাদক এম হোছাইন মেহেদীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক তাজ উদ্দিন।
আলোচনা সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়লা-হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাব উদ্দিন চৌধুরী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাব উপদেষ্টা ও মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, লোহাগাড়া প্রেসক্লাব সহ-সভাপতি অধ্যাপক ইব্রাহিম খলিল, সহ-সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রশিদি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টুডে প্রতিনিধি তুষার আহমেদ কাইছার।
এতে আরো উপস্থিত খবরপত্র প্রতিনিধি আতাউর রহমান মাসুদ, বাংলাদেশ অবজারভার প্রতিনিধি মিনহাজ উদ্দিন, ঢাকা টাইমস প্রতিনিধি শাহজাদা মিনহাজ, দৈনিক জনতা, সুবেহ সাদেক নিউজ প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক গণমুক্তি প্রতিনিধি বজলুর রহমান, বাংলাদেশের আলো প্রতিনিধি তৌহিদুল ইসলাম, মিনহাজ আহমেদ, রুকন উদ্দিন, জয়নাল আবেদীন বাবু, সাজ্জাদ হোসাইন, এম এ মোরশেদ প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন