
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বিদেশ ফেরত নারীসহ ৪ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আলতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের আয়নাল হকের স্ত্রী সৌদি আরব প্রবাসি গোলেনূর বেগম (৪৫) ০৬ মার্চ বাড়ি ফিরে আসেন। ০৭ মার্চ থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের ইনসাব আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসি আরমান আলী (৩০) ১৩ জানুয়ারী দেশে ফিরে আসেন, কালেরপাড়া ইউনিয়নের আড়াকাটিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মালয়েশিয়া প্রবাসি আমিনুল ইসলাম (৩৫) ০৭ মার্চ দেশে ফিরে আসেন এবং একই গ্রামের রহিম বক্সের ছেলে কাতার প্রবাসি আজিবর রহমান (৪০) ১৬ মার্চ দেশে ফিরে আসেন। বিদেশ ফেরত এই তিন ব্যক্তিকে বুধবার থেকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব জানান, এলাকাবাসীর মাধ্যমে তথ্য পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন জানার সাথে সাথেই বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোন লক্ষন তাদের মধ্যে দেখা যায়নি। তাদের বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সার্বক্ষনিক খোঁজ খবর রাখছে বলেও নিশ্চিত করেন তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন