সাধারণ মানুষকে হয়রানি নয় : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

S M Ashraful Azom
সাধারণ মানুষকে হয়রানি নয়  তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ছুটিকালীন বিশেষ সময়ে রাস্তাঘাটে কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হতে হয় সে বিষয়ে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি উপলক্ষে হাসপাতালের গেট এবং তার গুলশানের বাড়ির সামনে যেভাবে মানুষের জমায়েত হয়েছে তাতে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ দুপুরে তার সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভ ও বিটিভি'র মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবদানকালে বলেন দেশের এই পরিস্থিতিতে মানুষ বিশেষ প্রয়োজনে বাইরে বের হওয়ার ক্ষেত্রে যাতে কারো দ্বারা হয়রানির শিকার না হয় সে বিষয়টি প্রশাসনকে দৃষ্টি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
হাছান মাহমুদ বলেছেন, সারাদেশের নিম্নবিত্ত মানুষের খাদ্যের চাহিদা মেটাতে সরকার ১০ টাকা কেজির চাল সহযোগিতা দেবে।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বে স্বাস্থ্যখাতের গবেষণায়  সরকারি পর্যায়ে মোট বাৎসরিক ব্যয় ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা কয়েকটি যুদ্ধবিমানের মূল্যের সমান মাত্র।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই সময়ের প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেছেন। দেশের মানুষ সেগুলো সাদরে গ্রহণ করেছেন।

তথ্যমন্ত্রী জানান, তাঁর দল আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যক্তিপর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top