
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া পদক্ষেপে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইটো নাওকি।
সোমবার (০৯ মার্চ) বিকেলে বরিশালে আনোয়ারা-তোফাজ্জল বৃদ্ধাশ্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মুজিববর্ষের অনুষ্ঠান সীমিত করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্ত বলেও মনে করেন জাপানি রাষ্ট্রদূত।
ইটো নাওকি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে ইতালি ফেরত তিন জনকে সরকার শনাক্তও করেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে তারা এ ব্যাপরে যথেষ্ট তৎপর রয়েছে। সরকারের এ কার্যক্রমে জাপান মনে করে, বাংলাদেশ যথাযথভাবে করোনা নিয়ন্ত্রণ করতে পারবে। আর এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টা বাংলাদেশকে সফল করবে বলে আশা করি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।