অভিনেত্রীদের উপর যৌন নির্যাতন করার দায়ে প্রযোজকের জেল

S M Ashraful Azom
অভিনেত্রীদের উপর যৌন নির্যাতন করার দায়ে প্রযোজকের জেল

সেবা ডেস্ক: বেশ দীর্ঘ লড়াইয়ের পরে বড় সাফল্যের মুখ দেখল #MeToo আন্দোলন। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেমা ইন্ডাষ্ট্রি হলিউডে আনুষ্ঠানিকভাবে শাস্তির মুখে পড়লেন এক প্রযোজক। সেখানে #MeToo আন্দোলনের জন্মদাতা এবং ধর্ষক প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনকে ২৩ বছরের কারাবাসের সাজা শোনালো নিউ ইয়র্কের আদালত।

এদিন হুইলচেয়ারে হাতকড়া পড়েই আদালতে এসেছিলেন ৬৭ বছরের হার্ভে। ১১ মার্চ সাজা শোনানো হবে বলেই আগেই জানিয়েছিল আদালত।

অভিনেত্রীদের যৌন নির্যাতনে এর আগে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি হার্ভেকে দোষী সাব্যস্ত করেছিলেন নিউ ইয়র্কের আদালত। এর পরই তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয় কর্তৃপক্ষ।

সেদিনই জানানো হয়েছিল কমপক্ষে ৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে ৬৭ বছর বয়স্ক হলিউডের একদা এই প্রভাবশালী এই প্রযোজকের। অবশেষে সেটি হলো ২৩ বছরের।

বিশ্বজুড়ে তৈরি হওয়া #MeToo ঝড় প্রথম উঠে হার্ভে ওয়েনস্টেইনকে ঘিরেই। প্রথমে এক অভিনেত্রী-মডেল সাহস করে মুখ খুলেছিলেন হলিউডের এই দাপুটে প্রযোজকের বিরুদ্ধে। তার প্রতিবাদ সাহস জুগিয়েছিল বাকিদের। এর পরই একে একে সরব হন বাকিরা। তিরিশেরও বেশি অভিযোগ ওঠে বাফটা জয়ী এই প্রযোজকের বিরুদ্ধে।

অভিযোগকারীদের মধ্যে অ্যাশলে জুড, রোজ ম্যাকগোয়ানের মতো অভিনেত্রীরাও আছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘দ্য কিংস স্পিচ’, ‘পাল্প ফিকশন ’-এর মতো বিখ্যাত সিনেমার প্রযোজক।

নিজের এই ক্ষমতা অপব্যবহার করেই বহু মহিলার সঙ্গে ওয়েনস্টাইন অশ্লীল আচরণ করেছে বলে অভিযোগ। সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে নবাগতদের হোটেল রুমে ডাকত সে। সেখানে তাদের নানাভাবে হেনস্থা করতেন তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top