করোনা প্রতিরোধে টাঙ্গাইলের যৌন পল্লি শাটডাউন

S M Ashraful Azom
করোনা প্রতিরোধে টাঙ্গাইলের যৌন পল্লি শাটডাউন
সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাস রোধে বাংলাদেশের বৃহত্তর টাঙ্গাইলের যৌন পল্লি আজ শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে ৩১ মার্চ পর্যন্ত শাটডাউনের নির্দেশ দিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

আজ শুক্রবার রাতে শহরের কান্দাপাড়া যৌন পল্লিতে প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা চাল বিতরণের সময় এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশে বলা হয়- ৩১ মার্চের মধ্যে কোনো যৌনকর্মী বাইরে যেতে বা কোনো বাইরের লোক যৌন পল্লিতে প্রবেশ করতে পারবে না। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এ সময়ে যৌন কর্মীদের খাওয়া-দাওয়াসহ যাবতীয় খরচ বাংলাদেশ সরকার বহন করবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদুল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top