যৌনতাই টাকা আয়ের উৎস ছিলো: অভিনেত্রী আলিশা খান

S M Ashraful Azom
যৌনতাই টাকা আয়ের উৎস ছিলো অভিনেত্রী আলিশা খান
সেবা ডেস্ক: সিনেমার জগতে আমরা অভিনেতা-অভিনেত্রীদের যতটা চাকচিক্য দেখি বাস্তবে আসলে তেমন নয়। এই অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই ক্যারিয়ারের শুরুতে চরাই উৎরাই পার করে আসতে হয়। কেউ কেউ জীবনের সেই সব কষ্টের কথা শেয়ার করেন আবার অনেকেই আড়াল করে রাখেন সেসব।

বেশ কয়েকদিন আগে ক্যারিয়ারে শুরুতে টাকা ইনকামের জন্য যৌনতা বেছে নিয়েছেন বলে সোজাসাপ্টা উত্তর দিয়েছিলেন শার্লিন চোপড়া। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন আলিশা খান। জানালেন নিজের অভিজ্ঞতার কথা।

রূপালি জগতে তার যাত্রা শুরু মডেলিং দিয়ে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলিশার অভিনীত ছবি ‘মাই হাজব্যান্ডস ওয়াইফ’। এছাড়া ইমরান হাশমির বিপরীতে ‘আয়না’ সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। আগস্টে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া বেশ কয়েকটি ছবি হাতে আছে অভিনেত্রী। এত কিছুর মাঝেও ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আলিশা।

আলিশা বলেন, প্রাক্তন প্রেমিক তাদের ঘনিষ্ঠ একটি ভিডিও অ্যাডাল্ট সাইটে আপলোড করে। সেই ভিডিওটি তার পরিবারের হাতে আসলে বাড়ি থেকে বের করে তাকে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার হাতে টাকা ছিলো না। টাকার জন্য গলার সোনার হার, হাতের আংটি, ফোন সবকিছু বেঁচে দিয়েছিরাম। কিন্তু এরপরে যখন টাকার প্রয়োজন হয় তখন যৌনতাই টাকা আয়ের উৎস ছিলো। টাকার বিনিময়ে রাত কাটাতে রাজি হয়েছিলাম। তাদের সঙ্গে রাত কাটানোর জন্য লোকেরা আমায় টাকা দিত।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top