
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুড়ালে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এর পর আওয়ামী লীগ যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা মসজিদে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকলজি ইন্সটিটিউট ও পৌর সভায় কেক কাটা ও আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার সুমন মিয়া , উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমৃচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এর আগে রাত ১২টা সময় ইসলামপুর বঙ্গবন্ধু মোড়ে শাপলা ক্রীড়া চক্রের উদ্যেগে ১শত মমবাতি প্রজল্যন ও কেক কেটে জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় সাংবাদিক আঃ সামাদ,লিয়াকত হোসাইন লায়ন,নিযাজ আহম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্ল্যেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সেদিন ছিল ১৯২০ সালের ১৭ মার্চ, মঙ্গলবার। মা সায়েরা খাতুনের কোল আলোকিত করে আসেন ইতিহাসের মহানায়ক বাঙালি ও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বাংলার সেই অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের ‘জন্মশতবার্ষিকী’।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
