
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ওসি শফিকুল ইসলাম ।
বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ থানা কম্পাউন্ডের গোল চত্বরে ওই মতবিনিময় সভায় ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।
তিনি মাদক প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, বাল্য বিবাহ ও জুয়া প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা , সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , সহসভাপতি আঃ রাজ্জাক মাহমুদ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক এসএম আশরাফুল আজম, সাংবাদিক আফজাল শরীফ, সংবাদিক রকিবুল হাসান, সাংবাদিক ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের মধ্যে পরিষদের সভাপতি আশরাফুল হায়দার, সাধারণ সম্পাদক এইচএম মুছা আলী, সাংবাদিকদের মধ্যে সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম রনি, এএইচ লালন, মাহবুবুর রহমান ।
উল্লেখ্য, গত বুধবার রাতে বকশীগঞ্জ থানায় যোগদান করেন শফিকুল ইসলাম । এর আগে তিনি জেলা পুলিশের ডিবির ওসির দায়িত্ব পালন করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।