বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩

S M Ashraful Azom
বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩
সেবা ডেস্ক: বাংলাদেশে নতুন করে আরো ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে  বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার বেলা পোনে ৪টার দিকে আইইডিসিআর আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে রোববার তিনি জানান, করোনায় মোট আক্রান্ত ২৭ জনের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ২৭ থেকে নেমে এখন ২০। এছাড়াও ৪০ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।

গত বুধবার করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি বিদেশ থেকে আসা একজনের মাধ্যমে সংক্রমিত হন। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গতকাল শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়ায়।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪২ হাজার ৪০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৪১ জন। আর মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top