এবার জামালপুর প্রেসক্লাব লকডাউন

S M Ashraful Azom
এবার জামালপুর প্রেসক্লাব লকডাউন
সেবা ডেস্ক: সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে আগামী ৩১ মার্চ পর্যন্ত জামালপুর প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএনবাংলা, এটিএননিউজ ও বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের সাংবাদিক লুৎফর রহমান ২৩ মার্চ মুঠোফোনে এক খুদে বার্তায় ক্লাবের সদস্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান এ প্রতিবেদককে জানান, সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিয়ত জামালপুর প্রেসক্লাবে আসেন। এছাড়াও ক্লাবের কার্যকরী কমিটির বিভিন্ন কার্যক্রম পরিচালনায় এবং নিত্য প্রয়োজনীয় কাজে ক্লাবে সাংবাদিকের সমাগম সব সময় ঘটে থাকে। এতে করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তাই ২৩ মার্চ সন্ধ্যা ছয়টা থেকে আসছে ৩১ মার্চ পর্যন্ত জামালপুর প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা (লকডাউন) করা হয়েছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অত্যন্ত সতর্কতার সাথে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রত্যেকের পরিবারের সদস্যদের সুরক্ষার দিকেও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top