
সেবা ডেস্ক: বর্তমান বিশ্বের প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জমশেদ খোন্দকার আজ ১৫ মার্চ সোমবার দুপুরে এ তথ্য দেন।
তিনি আরও বলেন, করোনার প্রভাবে সরকারের উচ্চ মহলের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কামালপুর স্থল বন্দরও বন্ধ করা হয়েছে। নিত্য প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, ৩১ মার্চ এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে ১ এপ্রিল থেকে আবার চালু হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
