করোনা নিয়ে আট দেশের নেতাদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

S M Ashraful Azom
করোনা নিয়ে আট দেশের নেতাদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
সেবা ডেস্ক: প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় সম্মিলিত কর্মপন্থা ঠিক করতে ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছিলেন সার্কভুক্ত আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়া এই ভিডিও কনফারেন্স ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং বাংলাদেশ টেলিভিশনে এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করা হয়েছৈ।

ভিডিও কনফারেন্সে অংশগ্রহন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা।

বিশ্বজুড়ে মহামারীর আকার নেয়ার প্রেক্ষাপটে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শুক্রবার সকালে এক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় এক সঙ্গে কাজ করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান। এরপর বাংলাদেশসহ সার্কের সাতটি সদস্য দেশ মোদীর সেই আহ্বানে সাড়া দিয়ে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার কথা জানায়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top