সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৩০ জনকে জরিমানা

S M Ashraful Azom
সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৩০ জনকে জরিমানা

সেবা ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে খুলনায় সামাজিক দূরত্ব বজায় না রাখা, বাহিরে অযথা ঘোরাঘুরি করা ও নিত্যপন্য ব্যতিত অন্যান্য দোকান খোলা রাখার দায়ে ৩০ জনকে জরিমানা করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) সকালে থেকে খুলনার খালিশপুর, সোনাডাঙ্গা, নতুন রাস্তার মোড়, শিববাড়ী মোড়, বড় বাজার, সাউথ সেন্ট্রাল রোড, টিভি ক্রস রোড, নূরনগর, বয়রা কলেজ মোড় ও দৌলতপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানসমূহ পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া, নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান ও নিবার্হী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক। অভিযান পরিচালনায় সহায়তা করেন সেনা সদস্য, র‍্যাব ও আনসারের সদস্যগণ।

নিবার্হী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বলেন, ‘আজ ৩০ জন ব্যক্তিকে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ২২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সরকারি বিধি-নিষেধ অমান্য করে বাহিরে অযথা ঘুরাঘুরি করা, সামজিক দূরত্ব বজায় না রাখা, মোটরসাইকেলে একাধিক ব্যক্তি যাতায়াত করা ও নিত্যপন্য ব্যতিত অন্যান্য দোকান খোলা রাখারা জন্য তাদেরকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের চলমান এ অভিযান অব্যাহত থাকবে।’

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top