মেলান্দহে উদ্ধারকৃত অজ্ঞাত বৃদ্ধ মারা গেছেন

S M Ashraful Azom
মেলান্দহে উদ্ধারকৃত অজ্ঞাত বৃদ্ধ মারা গেছেন

মো. শাহ্ জামাল: জামালপুরের মেলান্দহ পৌরসভার চাকদহ গ্রামের পাশে খোলামাঠে অসুস্থ্য হয়ে পড়ে থাকে এক অপরিচিত বৃদ্ধ (৭০)।

খবর পেয়ে ৬ এপ্রিল সকালে মেলান্দহ হাসপাতালের এম্বুলেন্সযোগে বৃদ্ধকে উদ্ধার করে।

অবস্থার অবণতি হলে তাকে জামালপুর হাসপাতালে রেফার্ড করে।জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান।

বৃদ্ধের পরণে ছিল সাদা হাফ হাতা গেঞ্জি ও পাঞ্জাবি, পরণে ছিল সাদা-কালো-সবুজ রঙ্গের নতুন লুঙ্গি। মাথায় খয়েরি-মাইটে কালার গামছা। মুখে পাকা দাঁড়ি। গায়ের রং শ্যামলা।বৃদ্ধের কোন স্বজন থাকলে মেলান্দহ পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিনের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top