
কাজিপুর প্রতিনিধি: হ্যালো ডাক্তার বলে কল করলেই ডাক্তার পৌঁছে যাচ্ছে রোগীর ঠিকানায়। সেখানে গিয়ে প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। সাথে বিনামূল্যে ওষুধও দিচ্ছেন। আর জরুরী রোগীদের জেলা হাসপাতালে পৌঁছে দেয়া হচ্ছে।
এই চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে কাজিপুর উপজেলা আ.লীগ। সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম ও সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের অর্থায়নে ও নির্দেশনায় এই সেবায় নিয়োজিত রয়েছে পাঁচজন মেডিকেল অফিসার। বিগত চারদিন যাবৎ কাজিপুরের দুইশ রোগী এই সেবা নিয়েছে।
এ বিষয়ে সোমবার দুপুরে কাজিপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী জানান, “করোনা ভাইরাস আতঙ্কে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ভয়ে চিকিৎসা নিতে যায়না। চিকিৎসাসেবা সীমিত হয়ে পড়েছে। কর্মরত ডাক্তারদেরও প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামাদীর অপ্রতুলতা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এনে দুইদন আগে মানুষের স্বাস্থ্য সেবায় হটলাইন পরিসেবা চালু করা হয়েছে।”
২৪ ঘন্টা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন জানিয়ে আ.লীগ অফিসে হটলাইন পরিসেবায় কর্মরত মাইজবাড়ি ইউনিয়ন আ.লীগ সভাপতি নাজমুল হুদা চয়ন জানান, ‘সাধারন ঠান্ডা জ্বর হলেও মানুষ এখন আতঙ্কিত হয়ে হাসপাতালে যাচ্ছেনা। এ কারণে হটলাইন সেবা চালু করা হয়েছে।’ তিনি জানান, ০১৯১৬১০০৮৯০, ০১৩১২৯২১১১৯ এই হটলাইন নম্বরে ফোন করা হলে রোগির বাড়িতে গিয়ে পরীক্ষা করে ঔষধ ও ব্যবস্থাপত্র দেয়া হচ্ছে।