ভূঞাপুরে নৌকা ডুবি; নিখোঁজ একজনের লাশ উদ্ধার

S M Ashraful Azom
ভূঞাপুরে নৌকা ডুবি; নিখোঁজ একজনের লাশ উদ্ধার

সেবা ডেস্ক: টাঙ্গাইল ভূঞাপুরের যমুনা নদীতে নৌকা ডুবে দুই নারী ও এক শিশুসহ তিনজন নিখোঁজের ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নিখোঁজ এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আর বাকি দুইজনকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লকডাউনে বঙ্গবন্ধু সেতু বন্ধ থাকায় শুক্রবার দুপুরে ১৪জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হচ্ছিলো। নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলারের কাছে হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৪জনের মধ্যে ১১জনকে বিভিন্নভাবে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই নারী ও এক শিশু নিখোঁজ হয়। এদের সবার বাড়ী বগুড়া জেলার বিভিন্ন উপজেলায়। শনিবার সকাল থেকে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান চালালে নৌকা ডুবির স্থান থেকে প্রায় ৩কিলোমিটার দক্ষিণে পাথরকাটা এলাকা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, ‘নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩জনকে উদ্ধারে অভিযান চলছে। এদের মধ্যে অলিভিয়া নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকীদেরও উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top