সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গৃহবন্ধি হত দরিদ্রদের মাঝে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর অনুদান এবং ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে মাঠে নেমেছে নাগরপুর উপজেলা প্রশাসন।
শনিবার সকালে উপজেলার মামুদনগর, মোকনা ও পাকুটিয়া ইউনিয়নের হত দরিদ্র ও নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মামুদনগর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, আমরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে শুরু থেকেই ত্রাণ বিতরন করে আসছি। নতুন করে এখন পর্যায়ক্রমে ১২ টি ইউনিয়নে আরও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে। আজ তিনটি ইউনিয়নের ৭৫০ টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া আমাদের হট লাইন সার্ভিস চালু আছে। হট লাইনের ফোন কলের ভিত্তিতে প্রতিদিন প্রায় শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, আতোয়ার রহমান কোকা, সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমূখ।