জামালপুরে স্থাপন করা হবে করোনা ল্যাব: তথ্য প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
জামালপুরে স্থাপন করা হবে করোনা ল্যাব তথ্য প্রতিমন্ত্রী

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪(সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান বলেছেন, জামালপুরে শিগগিরই করোনা রোগ শনাক্তে পিসিআর ল্যাব স্থাপন করা হবে।

গতকাল ১৯ এপ্রিল রোববার বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে করোনা  ভাইরাস পরিস্থিতির বিষয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শেখ হাসিনা মেডিকেল কলেজের পিডি ডা. মোশায়ের উল ইসলাম রতন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর আবু সালেহ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহাবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. শফিকুজ্জামান, জামালপুর জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. হাবিবুর রহমান ফকির প্রমুখ।

এদিকে, রাত সাড়ে ৮টার দিকে প্রতিমন্ত্রী তার নিজ বাড়ি দৌলতপুরে উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ আওয়ামী লীগ নেতাদের সমন্বয়ে এক বৈঠক করেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top