করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সহায়তা চায় মালয়েশিয়া

S M Ashraful Azom
করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সহায়তা চায় মালয়েশিয়া

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সহায়তা চেয়েছে মালয়েশিয়া। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে এ সহায়তা চেয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হুসেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট নিতে আগ্রহী মালয়েশিয়া। তবে এই ট্যাবলেট রফতানির ওপর বাংলাদেশের নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য নিষেধাজ্ঞা তুলে নিয়ে মালয়েশিয়াকে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন হিসামুদ্দিন তুন হুসেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ওই চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

চিঠিতে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন হিসামুদ্দিন তুন হুসেন। পাশাপাশি মালয়েশিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতার জন্যও এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানান।

করোনাভাইরাস পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে  মালয়েশিয়া সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top