বিদ্যুৎস্পৃষ্টে গাইবান্ধায় যুবকের মৃত্যু

S M Ashraful Azom
বিদ্যুৎস্পৃষ্টে গাইবান্ধায় যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  রুবেল মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ ১৩ এপ্রিল সোমবার ভোর ৪টার দিকে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া  গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুবেল মিয়া মরহুম হায়দার আলীর পুত্র।

স্থানীয়রা জানিয়েছেন, পল্লী বিদ্যুতের খুটি থেকে অবৈধ সংযোগ নিয়ে মটর দিয়ে পুকুর সেচে মাছ মারার আযয়োজন করে ওই গ্রামের আব্দুর ছালামের ছেলে টুটুল মিয়া। পুকুর সেচ অবস্থায় হঠাৎ মটরে গোলযোগ দিলে রুবেল মিয়াকে ঘুম থেকে ডেকে নেয় টুটুল মিয়া। টুটুল মিয়ার কথা অনুযায়ী রুবেল মিয়া মটরটি স্পর্শ করা মাত্রই বিদ্যুতায়ায়িত হয়। পরে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ খবর পাওয়া মাত্র টুটুল মিয়া রুবেলের লাশ ফেলে সটকে পড়ে। পরে পরিবারের লোকজন হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ীতে আসে।

সাংবাদিকদের নিকট ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top