শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে করোনা বিয়য়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ এপ্রিল (সোমবার) সকাল ১০টার দিকে বন্দবেড় ইউনিয়ন পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দবেড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক।
উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির টিম লিডার সাইফুল ইসলাম, সদস্য বাবুল হোসেন, হাফিজুর রহমান, কামরুজ্জামান, লিটন সরকার, হামিদুল ইসলাম, সবুজ হোসেন, গ্রাম পুলিশ আইজুদ্দিন ও বন্দবেড় ইউপি সচিব আমিনুল ইসলাম প্রমূখ।
সভায় উপস্থিত বক্তারা বলেন, বিদেশ ফেরত ও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত লোকদের সনাক্ত করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হবে। আগতদের করোনা ভাইরাসের সুফল ও কুফল বিষয় নিয়ে সচেতনতা সৃষ্টি করা, সন্ধ্যার পর থেকে অযথা বাড়ির বাহিরে বের না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রত্যেককে কমপক্ষে ৪ ফুট দুরত্ব বজায় রেখে চলাফেরা করা, ঘনঘন সাবান দিয়ে হাত পরিস্কার করা, স্যাভলন বা হেক্্িরসল ব্যবহার করা, যেখানে সেখানে থুথু না ফেলাসহ সকল বিষয়ের উপর পরামর্শ দিয়ে থাকেন এই কমিটি।