রফিকুল আলম, ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট স্টুডেন্ট’স ক্লাবের উদ্যোগে করোনাভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১টা দিকে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান পাবলিক স্কুল মাঠে ধুনট পৌর এলাকার কর্মহীন অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু ও সাবান।
প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, পৌর কাউন্সিলর বাবুল আক্তার বাবু, রনজু মল্লিক, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আদম আলী, ধুনট স্টুডেন্ট’স ক্লাবের সাবেক সভাপতি ঠিকাদার আব্দুল মোমিন সোহেল, সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম, ধুনট স্টুডেন্ট’স ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবু, কার্যনির্বাহি সদস্য আব্দুর রাজ্জাক মল্লিক, আনিছুর রহমান সুমন, নজরুল মল্লিক, সহসভাপতি রাসেল আহমেদ, আরেফিন ইসলাম, মাসুদ রানা, যুগ্ম সম্পাদক হৃদয় মল্লিক, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সদস্য তারিকুল ইসলাম ও অন্তর মল্লিক প্রমুখ।