
রফিকুল আলম, ধুনট (বগুড়া): করোনার কারনে কর্মহীন হয়ে পড়া বগুড়ার ধুনট পৌর এলাকার অসহায় ৫০০টি পরিবারের মাঝে নগদ অর্থ এবং ৫০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহর ব্যক্তিগত তহবিল থেকে এসব পরিবারের মাঝে নগদ ১লাখ টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে মানবিক সহায়তা হিসাবে (দ্বিতীয় পর্যায়) ৫ মেট্রেকটন চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার সচিব শাহিনুর ইসলাম, কাউন্সিলর রনজু মল্লিক, ফজলুল হক সোনা, সোলায়মান আলী, ধুনট পৌরসবার লাইসেন্স পরিদর্শক নাজমুল হক, কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু, উচ্চমান সহকারী হোসনে মোবারক, এসেসর আব্দুল মান্নান, টিকাদান সুপার ভাইজার আনোয়ার মল্লিক, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, কর আদায়কারী এনামুল হক দোলন, সহকারী কর আদায়কারী খলিলুর রহমান ও টিকাদানকারী ফারুক হোসেন প্রমুখ।