
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফসহ করোনা ভাইরাসে দুই রোগী শনাক্ত হয়েছে। আজ ৬ এপ্রিল দুপুরে এদের সংস্পর্শে আসা প্রায় ১৬ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৫ এপ্রিল রাতে ২ নারীর করোনা আক্রান্ত বলে রির্পোট দিয়েছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবাযোলজি বিভাগ। রির্পোট পাওয়ার পর রাতেই ওই নারীদেরকে শেরপুর সদর হাসপাতালের আইসোলেশনে আনে স্বাস্থ্য বিভাগ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের করোনা সেলের ভোকাল পার্সন ডাঃ মোবারক হোসেন।
তিনি জানান, ঘটনার পরই জেলা স্বাস্থ্য বিভাগ খোঁজ নিয়ে আজ সোমবার দুপুরে আক্রান্তদের সংস্পর্শে আসা তাদের আত্বীয় স্বজন সহ প্রায় ১৬ জনের নমুনা সংগ্রহ করেছে। তাদের নমুনা গুলো আগামীকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবাযোলজি বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় জেলার স্বাস্থ্য বিভাগ দুটি গ্রামের ৫ শাতাধিক বাড়ী লকডাউন ঘোষনা করে এবং প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।