এএইচ লালন: বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসমাগম নিষিদ্ধ থাকায় বকশীগঞ্জে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক ও হোটেল শ্রমীক ও নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ কষ্টে দিনাপাত কাটাচ্ছে ।
নিম্ন আয়ের মানুষের মাঝে জামালপুর জেলা আ'লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ (মেডিসিনের ) এর নিজেস্ব অর্থায়নে অসহায় মানুষের মাঝে এই ত্রান বিতরন করা হয়।
৭ এপ্রিল মঙ্গলবার বিকালে পৌর এলাকার মালিরচর নয়াপাড়া আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয় মাঠে বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও উপজেলা মহিলা আ'লীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগমের ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু ও সাবান।
এই দূরসময়ে সময়ে ত্রাণ সামগ্রী পেয়ে আনন্দিত অসহায় মানুষ'রা ।
ত্রাণ বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলি,উপজেলা যুবলীগ নেতা শামীম খন্দকার ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ'রা।