বকশীগঞ্জে ৩০টি নমুনা সংগ্রহ, ২০ জন করোনামুক্ত, ১০ জনের তথ্য আসেনি

S M Ashraful Azom
বকশীগঞ্জে ৩০টি নমুনা সংগ্রহ, ২০ জন করোনামুক্ত, ১০ জনের তথ্য আসেনি

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে গতকাল মঙ্গলবার আরও ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে গত রবিবার ও সোমবার এ ২০ জনের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষা করে কাউকে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার আরও নতুন করে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফলাফল এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী জানান, এখন পর্যন্ত এই উপজেলায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি। প্রতিদিনই আমরা সন্দেহ ভাজনদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ২০ জনের ফলাফল পাওয়া গেছে, তারা সবাই করোনা মুক্ত, আরও ১০ জনের ফলাফল আজ বুধবার রাতের মধ্যেই পাব।

এদিকে পাশ্ববর্তী উপজেলা শ্রীবরদীতে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় পুরো বকশীগঞ্জে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে উপজেলা প্রশাসন থেকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েটি বাড়ী লক ডাউনের আওতায় রয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top