সেবা ডেস্ক: প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস সচেতনতায় দেশব্যাপী চলা সাধারণ ছুৃটিতে মানবেতর জীবনযাপন করা টাঙ্গাইলের কালিহাতি উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা গ্রামের দেড়শত অসহায় পরিবারের খাদ্য সহায়তা এগিয়ে এসেছে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন দুলাল।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা গ্রামের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃংখল ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি আলু। এসময় উপস্থিত ছিলেন নজর আলী বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ জুব্বার ও মোঃ আনিছুর রহমান আনিছ। মোঃ দেলোয়ার হোসেন দুলাল বলেন, দেশের এই সংকটময় সময়ে মানবেতর জীবনযাপন করা সকল শ্রেণীর মানুষের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল উপজেলার হাসড়া গ্রামে দুইশত অসহায় পরিবারের মাঝেও খাদ্য সহায়তা বিতরণ করেন ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন দুলাল ও মোঃ আনিছুর রহমান আনিছ।