
স্টাফ রিপোর্টার: ‘মানুষ মানুষের জন্যে’ এই শ্লোগানে উদীপ্ত হয়ে ২০০ টি দুস্থ পরিবারের মাঝে খাবার সহায়তা দেয়া হয়েছে।
কাজিপুরের বেলতৈল গ্রামের সমাজসেবক রাজউক কর্মকর্তা আবু শাহিন মুনজুর নিজস্ব অর্থায়নে নিজ গ্রামের করোনায় কর্মহীন হয়ে পড়াদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও সাবান। বৃহস্পতিবার বিকেলে বেলতৈল গ্রামে সাবেক স্মাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম এবং সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের নির্দেশনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশিদ, ফজলার রহমান মাস্টার, শফিকুল ইসলাম মজনু, রফিকুল ইসলাম, সেলিম রেজা, সোহেল রানা রুবেল, ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি প্রমূখ।