ধুনটে আঁধারে অভুক্তদের ঘরে খাবার হাতে তারিক

S M Ashraful Azom
 ধুনটে আঁধারে অভুক্তদের ঘরে খাবার হাতে তারিক
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে করোনায় কর্মহীন অভুক্ত মানুষের ঘরে ব্যাক্তিগত তহবিল থেকে রাতের বেলায় খাদ্য সামগ্রী পৌছে দিলেন অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, বাঁধে আশ্রিত বাস্তুহারা শতাধিক পরিবার। তাদের কেউ নির্মান শ্রমিক, আবার কেউ দিনমজুর। দৈনিক খেটে খাওয়া মানুষগুলো কয়েকদিন ধরে অভুক্ত রয়েছেন। ঘরে খাবার না থাকায় অনেকেই রোজা পালন করছেন। এই অনাহারী মানুষের খবর পেয়ে তিনি নিজেই খাদ্য সামগ্রী হাতে নিয়ে যান অভুক্ত মানুষ গুলোর কাছে। তাদের হাতে তুলে দেন চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

তারই ধারাবাহিকতায় শনিবার রাতে তিনি পৌঁছালেন অভুক্ত এক দম্পতির বাড়িতে। কর্তা ব্যক্তির নাম ধরে ডাক দিলেন। ডাক শুনেই ঘর থেকে বেরিয়ে এলেন ওই দম্পতি। তারা বাড়ির ভেতর আওয়ামী লীগ নেতার হাতে খাবার সামগ্রী দেখে অবাক হলেন। জানতে পারলেন তাদের না খেয়ে থাকার খবর পেয়ে আওয়ামী লীগ নেতা খাবার নিয়ে এসেছেন।

এ অবস্থায় ওই দম্পতি হত বিহবল হয়ে পড়েন। দু’জনেই চোখের পানি ধরে রাখতে পারলেন না। ঘরে চেয়ার না থাকায় তাকে বসতে দিতে না পেরে আপসোস করতে থাকেন। এরই মধ্যে আওয়ামী লীগ নেতা তারিক খাবার হাতে পাশের বাড়িতে অভুক্ত আরও এক পরিবারের কাছে পৌছে গেছেন। এভাবে তিনি সমগ্র উপজেলায় একা একা ঘুরে গভীর রাত পর্যন্ত অভুক্ত মানুষের ঘরে খাবার সামগ্রী পৌছে দেন।

অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক জানান, করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় কেউ ঘর থেকে বের হতে পারছেন না। অনেকে কয়েক দিন যাবত খাবার পাচ্ছে না। অনেকে আবার না খেয়ে দিন পার করছেন, রোজাও রেখেছেন। এক সপ্তাহ ধরে বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে অভুক্ত মানুষদের খুঁজে বের করে তাদের হাতে খাবার সামগ্রী তুলে দেন তিনি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top