জামালপুরে করোনা প্রতিরোধে বিশেষ বাজার

S M Ashraful Azom
জামালপুরে করোনা প্রতিরোধে বিশেষ বাজার

সেবা ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে জামালপুর শহরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে চালু করা হয়েছে দুটি বিশেষ বাজার।

গত ৭ এপ্রিল মঙ্গলবার থেকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ও কেন্দুয়া এলাকার দুটি স্কুল মাঠে বাজার দুটি বসানো হয়েছে।

বাজারে প্রবেশ মুখে রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। বাজারে ঢুকতে প্রথমে স্বাস্থ্য বিধি মেনে হাত ধুতে হয়।

বাজারের অভ্যন্তরে নিরাপদ দুরুত্ব বজায় রেখে বিক্রেতা ও ক্রেতাদের জন্য বসার স্থান গোল দাগ দিয়ে চিহ্নিত করে নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় মানুষের চাহিদার কথা ভেবে বাজার দুটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়াও রয়েছে শাক-সবজি।

বাজার দুটিতে নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে, মাঝে টহল দেয় পুলিশ।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনেই ব্যতিক্রম এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। এছাড়া নিরাপদে ক্রয়-বিক্রয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি উপজেলাবাসী। এমন উদ্যোগ সাড়া ফেলেছে সচেতন মহলেও।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন জানান, কাঁচা-বাজারগুলো বিদ্যালয়/কলেজ/খেলার মাঠে স্থানান্তর করা প্রয়োজন। ক্রেতা-বিক্রেতারা সামাজিক দূরত্বে বেচাকেনা করলে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমবে।

তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে ১শ’ জন খুচরা বিক্রেতাকে নির্দিষ্ট দূরত্বে বসার জন্য ত্রিপল দিয়েছি। উপজেলার বিত্তবানরা এ উদ্যোগে সাড়া দিলে আমরা  করোনা পরিস্থিতি আরো ভালোভাবে মোকাবিলা করা সম্ভব।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top