আইইডিসিআরের হটলাইন ব্যস্ত রাখাই যার প্রধান কাজ!

S M Ashraful Azom
আইইডিসিআরের হটলাইন ব্যস্ত রাখাই যার প্রধান কাজ!

সেবা ডেস্ক: নওগাঁর মান্দা উপজেলা থেকে মেহেদী হাসান নামক এক কিশোরকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।

প্রাণঘাতি করোনা ভাইরাসের বিষয়ে যোগাযোগ করতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেয়া হটলাইন নম্বরে বিনা কারণে ফোন দেয়ায় তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার ভালাইন ইউপির উত্তর ভালাইন গ্রামের বাড়ি তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

এ ব্যাপারে মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, আইইডিসিআরের হটলাইন নম্বরে অকারণে ফোন দিয়ে নম্বরটি ব্যস্ত রাখায় ছিল মেহেদী হাসানের প্রধান কাজ। এ ঘটনায় ঢাকার গুলশান থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top