
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পারল²ীপুর এলাকায় সংগঠনটির কার্যালয় প্রাঙ্গনে ১৫০টি পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবন ও সাবান।
বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠন লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রকৌশলী ফজলুল বারী, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সহসভাপতি আব্দুল আলিম, অর্থ-সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহি সদস্য নূর আলম, ইয়াসিন আরাফাত, শামীম সরকার, ফরিদুল ইসলাম, ইব্রাহিম সরকার, আব্দুস ছালাম সরকার, পারল²ীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ জনি, অবসরপ্রাপ্ত শিক্ষক আফছার সরকার, ইউপি সদস্য লুৎফর সরকার, সমাজসেবক হারেজ আলী, আবুল মন্ডল, শাহ আলম ও ফজর সরকার প্রমুখ।
