পলাশবাড়ীতে জনসচেতনতা বৃদ্ধিকল্পে কঠোর অবস্থানে সেনাবাহিনী

S M Ashraful Azom
পলাশবাড়ীতে জনসচেতনতা বৃদ্ধিকল্পে কঠোর অবস্থানে সেনাবাহিনী
গাইবান্ধা জেলা প্রতিনিধি: করোনা যুদ্ধে করবো জয় ,ঘরের বাহিরে আর নয়, এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২ এপ্রিল বৃহস্পতিবার গাইবান্ধা জেলার পলশবাড়ীতে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে কঠোর অবস্থানে থেকে ঘর হতে বাহিরে আসা মানুষ গুলোকে ঘরে ফিরে যেতে ও ঘরে থাকতে অনুরোধ করছে ৬৩ পদাতিক ডিবিশনের সেনাবাহিনী টিম।

এসময় মাস্ক ছাড়া কেউ বাহিরে আসলে তাদের মাস্ক ক্রয় করানো হচ্ছে। এবং করোনায় করণীয় বিষয় গুলো সম্পর্কে সচেতন করার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী টিম। ক্যাপ্টেন সাদিকের নেতৃত্বে সেনাবাহিনী টিমটি পলাশবাড়ী উপজেলার শহর বন্দর গ্রামে অপ্রয়োজনীয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ করে দেন।

এছাড়া সড়ক ও মহাসড়কে অপ্রয়োজনীয় যানবাহন গুলোর গতিরোধ করে দিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরিয়ে দেয়। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেড মেরিনা অফরোজ ও সেনাবাহিনীর সদস্যরাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ক্যাপ্টেন সাদিক বলেন, আমরা জনগণকে আজ সচেতন করছি তারা যাতে সরকারি নির্দেশনা মেনে চলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top