মো. শাহ্ জামাল, জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির জন্য কাফন দাফনে বেসরকারিভাবে একটি স্বেচ্ছাসেবক দল পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। উপজেলার শীর্ষ পর্যায়ের আলেমরা এই সিদ্বান্তে উপনীত হয়েছেন।
মেলান্দহ বায়তুন্নুর জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম আলহাজ মাওলানা-মুফতী বাকিবিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন মানুষের দু:সময়। আল্লাহর কাছে দোয়া করি যেন কেও করোনায় মৃত্য বরণ না করেন। করোনায় হোক কিংবা অন্য কারণেই হোক, কোন লোক মারা গেলে কাফন-দাফনে যেতে ভয় পাচ্ছেন। কিন্তু মানুষ সবাইকে মরতেই হবে।
করোনায় আতংকিত না হয়ে সরকারের সচেতনমূলক বার্তা অনুসরণ করতে হবে। অনেকেই এটাকে শরিয়ত বিরোধী কিছু মনে করে থাকেন। এটা একটি ভ্রান্ত ধারণা। আমরা এই দু:সময়ে কাফন-দাফনের কাজে স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসির জন্য সহযোগিতার মানসে এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছি।
করোনায় মৃতদের কাফন-দাফন কল্পে আলেম সমাজের সমন্বয়ে মেলান্দহ বায়তুন্নুর জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম আলহাজ মাওলানা-মুফতী বাকিবিল্লাকে প্রধান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন-মেলান্দহ বায়তুন্নুর জামে মসজিদের সাবেক ইমাম-খতিব ও নাগেরপাড়া বায়তুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, বাসুদেবপুর মজিদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আবুল হোসেন, মাহমুদপুর কাজাইকাটা আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা শিব্বির আহমেদ, মলিকাডাঙ্গা জামিয়া আহলিয়া মহিউসসুন্নাহ মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা মুফতি রফিকুল ইসলাম, বানিপাকুরিয়া নূরীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আলিম, ইকরা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম, মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহদী হাসান, শ্যামপুর নয়ানগর জামিয়া আবু হুরায়রা মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহাব। এ ছাড়াও যদি মানুষের খাদ্য-চিকিৎসা এবং বস্ত্রের বিশেষ প্রয়োজনেও সহযোগিতায় পাশে থাকবেন আলেম সমাজ।