সেবা ডেস্ক: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয় মোটরসাইকেল চালক। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম আব্দুল হালিম(৪০)। তিনি সদর উপজেলা বাউসা ঘোনাপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, আব্দুল হালিম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে শশুরবাড়ী শিবপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌছলে ময়লার ভ্যান গাড়ীর সাথে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কের কারণে আশেপাশের লোকজন শুধু দাঁড়িয়ে থেকে বিষয়টি দেখছিল। উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টাও করেনি কেউ।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিকে উদ্ধার না করাটা দুঃখজনক। ওই ব্যক্তি মারাও যেতে পারতো। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ওই ব্যক্তি রাস্তায় পড়ে কাতরাছিলেন।