আজ পদ্মাসেতুর ২৮তম স্প্যান স্থাপন করা হবে

S M Ashraful Azom
আজ পদ্মাসেতুর ২৮তম স্প্যান স্থাপন করা হবে

সেবা ডেস্ক: পদ্মাসেতুর ২৮তম স্প্যান বসছে আজ ১১ এপ্রিল শনিবার। ফলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর চার হাজার দুইশ মিটার। ২৭তম স্প্যান বসানোর ১৪ দিন পর নতুন স্প্যানটি বসতে যাচ্ছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের উপর বসানো হবে ‘৪-বি’ স্প্যান। পিলার দুইটির অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচরে। আবহাওয়া ও কারিগরি জটিলতা না থাকলে সকাল ৮টা থেকে শুরু হবে স্প্যান বসানোর কার্যক্রম।

আরো জানা গেছে, শুক্রবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নেয়া হয়েছে। এ মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকল্প সংশ্লিষ্টদের।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top