পলাশবাড়ী থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতে দুই ছেলে সন্তান ও স্বামী নিয়ে ঘুমিয়ে ছিলেন মুন্নী। ভোর ৬টার দিকে দুই বছরের ছোট ছেলে ঘুম থেকে জেগে মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করতে থাকে। এরপর মুন্নী’র স্বামী কীটনাশক ব্যবসায়ী মাহমুদুল ইসলাম এদিক সেদিক স্ত্রীকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে শয়ন ঘরের পাশে রান্না ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা দেখতে পায়। একাধিকবার ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে ঘরের দরজা ভেঙ্গে মুন্নীকে ঘরের ধর্ণার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ছাড়াই পারিবারিক ভাবে দাফন কাজ সম্পন্ন করেছে নিহতের স্বজনেরা।