সেবা ডেস্ক: নভেল করোনা ভাইরাসের ছোবলে থমকে গেছে গোটা বিশ্ব। প্রভাব ঠেকাতে বিশ্বের অনেক দেশ লকডাউন করা হয়েছে। বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও তৈরি হয়েছে অঘোষিত লকডাউন পরিস্থিতি। এ পরিস্থতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে অনুমতি ব্যতিত খুলনা জেলায় সকল ধরনের যানবাহন প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (০৮ এপ্রিল) দুপুর খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমতি ব্যতিরেকে খুলনা জেলা অধিক্ষেত্রে সকল ধরনের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া বন্ধ থাকবে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা (যেমন: খাদ্য দ্রব্য, কৃষি পণ্য ও সেচ সরঞ্জাম, জ্বালানি তেল, ইত্যাদি) বহনের গাড়ী এর আওতা বহির্ভূত থাকবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, হিসাব রক্ষণ অফিস এবং জরুরী সেবা সংশ্লিষ্ট অফিস এর আওতামুক্ত থাকবে।
এছাড়াও ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান ব্যতীত অত্যাবশ্যকীয় পণ্যের দোকান, বাজার প্রতিদিন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খােলা থাকবে। রুপসা সন্ধ্যা বাজার, কেসিসি সন্ধ্যা বাজার ও সােনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কেসিসি পাইকারি কাঁচা বাজারের ক্ষেত্রে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচী বহাল থাকবে।
করােনা ভাইরাস প্রতিরােধ ও সামাজিক দুরত্ব অধিকতর ফলপ্রসুভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় দোকান, হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং যানবাহন চলাচলের জন্য এ শর্তাবলী আরোপ থাকবে।
এর আগে সোমবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় সরকার নির্ধারিত সুনিদ্দিষ্ট ব্যক্তি ও যানবাহনের গমনাগমন ব্যতীত অন্য সকল ব্যক্তিবর্গ ও যানবাহন খুলনা মহানগরী এলাকা হতে প্রস্থান ও আগমনে নিষেধাজ্ঞা জারি করেছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।