করোনার এই সময়েও বন্ধ হয়নি অলিপুর প্রাণ কোম্পানি

S M Ashraful Azom
করোনার এই সময়েও বন্ধ হয়নি অলিপুর প্রাণ কোম্পানি

সেবা ডেস্ক: শায়েস্তাগঞ্জ থানার অলিপুর প্রাণ আরএফএল কোম্পানি করোনা ঝুঁকিতে চালু রাখায় করোনা ঝুঁকিতে রয়েছেন হাজারো শ্রমিক। করোনা পরিস্থিতিতে জেলার অনেক জায়গা যখন স্বেচ্ছা লক ডাউন বা কঠিন সচেতনতা আরোপ করেছে তখন প্রাণ আরএফএল ফ্যাক্টরি চলছে বহাল তবিয়তে।

হবিগঞ্জের খবর কে এক শ্রমিক বলেন,  আমরা দ্রুত ছুটি চাই এবং ছুটি থাকাকালীন সময়ে রেশনিং চাই।  কোম্পানি জিএম ডিরেক্টর শত শত কর্মচারিকে চাকরি থেকে বাদ দিবেন বলে হুমকির মুখে ফ্যাক্টরি চালু রেখেছেন।

এদিকে করোনা ভাইরাস এর জন্য কারখানাটি বন্ধ করার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানাচ্ছে কর্মচারিরা।

তারা হবিগঞ্জের খবরকে আরো জানায়, হবিগঞ্জ যদি লক ডাউন হতে পারে সারা বাংলাদেশের কর্মসংস্থান যদি বন্ধ হতে পারে অলিপুর প্রাণ কোম্পানি বন্ধ হবে না কেন?  আমরা কি নিরাপত্তায় যেতে পারবো না?  এ অধিকারটুকু নাই? আমরা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই।

সরোজমিনে দেখা গেছে, এই কোম্পানিতে ৮ থেকে ১০ হাজার  কর্মচারির সমাগম। করোনা ভাইরাস যদি করোর মধ্যে সক্রামিত হয় তাহলে অনেক মানুষ মারা যেতে পারে এবং হবিগঞ্জ জেলাও ঝুঁকির মধ্যে আসবে।

তারা অভিযোগ করে, মালিক পক্ষ দেশের এই পরিস্থিতিতেও কোম্পানি শ্রমিকের নিরাপত্তা কে তোয়াক্কা না করে কোম্পানির স্বার্থ খুঁজছে।

এই বিষয়ে তারা জেলা প্রশাসন, জনপ্রতিনিধিদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top