
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিদের এক কর্ম দিবসের বেতন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে ১০ লাখ টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হয়।
১০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে এই অনুদানের চেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আহমেদ কায়কাউসেরের কাছে চেক হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান। করোনায় বৈশ্বিক মন্দায় দুযের্োগ ফান্ডের জন্য এই টাকা প্রদান করা হয়।