
সেবা ডেস্ক: জাতীয় পত্রের অনলাইন সেবা চালুর পর ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত ১৫ দিনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে অনলাইনে এ সংক্রান্ত সেবা নিয়েছেন ৫ লাখ উপকারভোগী নাগরিক।
মঙ্গলবার বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অনলাইনে সেবা কার্যক্রম শুরুর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই নিজ দায়িত্বে জাতীয় পরিচয় পত্র প্রিন্ট করে নেয়ায় রাষ্ট্রের বিপুল অর্থ সাশ্রয় হচ্ছে। জনগণ ভোগান্তি ছাড়াই নাগরিক অধিকার আদায় করেছেন। এ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণ তাদের বেতন ভাতা উত্তোলন থেকে শুরু করে ত্রাণ গ্রহণ পর্যন্ত সব ধরনের সেবা ভোগান্তি ছাড়াই নিতে পারছেন।
এনআইডি সংক্রান্ত সেবা নিতে services.nidw.gov.bd এই ওয়েবসাইটে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সাড়ে ৬ লাখ নাগরিক। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তার অফিসিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/bd.nid/ এর মাধ্যমেও জনগণের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। এই পেইজটি সার্বক্ষণিক মনিটর করছে একটি টীম যার মাধ্যমে প্রতিনিয়ত দেশের জনগণ অনলাইনে ডিজিটাল সেবা পেয়ে যাচ্ছে।