বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী বৈধতা পেলে ইতালিতে

S M Ashraful Azom
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী বৈধতা পেলে ইতালিতে

সেবা ডেস্ক: অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশেসহ বিভিন্ন দেশের পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিয়েছে ইতালি সরকার। দেশটিতে করোনা মহামারির ফলে সৃষ্ট কর্মী সংকট পূরণে মূলত এই পদক্ষেপ নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সেখানে থাকা কয়েক হাজার অবৈধ বাংলাদেশিও সুবিধা পাবে।
গত বুধবার ইতালি সরকার পার্লামেন্টে বিলটি পাস করে। দীর্ঘ ৮ বছর পর অবৈধ অভিবাসীদের  বৈধকরণে এমন সিদ্ধান্ত নিলো দেশটির সরকার।

আগামী পয়লা জুন থেকে টানা ৪৫ দিন চলবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। কৃষি, মৎস, পশুপালন, বন- বিভাগ, বাসাবাড়ির কাজ, বৃদ্ধদের সেবা দানের সঙ্গে যারা এতদিন যুক্ত ছিলেন, তারা বৈধতার আওতায় আসবেন। কর্মীরা যার অধীনে কাজ করছেন, তাকে ৪০০ ইউরো জমা দিয়ে বৈধকরণের জন্য আবেদন করতে হবে।

এছাড়া বৈধতা হারানো কর্মীরাও ১৬০ ইউরো জমা দিয়ে আবারো বৈধতার জন্য আবেদন করতে পারবেন। ওই সব কর্মীকে সরকার ৬ মাসের স্টে পারমিট দেবে। এরমধ্যে তাদের কাজ খুঁজে নিতে হবে। এরপর স্বাভাবিক বৈধতা লাভ করবেন তারা।।

ইতালি সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top