সরকারের আর্থিক সহায়তা পাচ্ছে দেশের ৫ হাজার অসচ্ছল শিল্পী

S M Ashraful Azom
সরকারের আর্থিক সহায়তা পাচ্ছে দেশের ৫ হাজার অসচ্ছল শিল্পী

সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনার সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দেশের প্রায় পাঁচ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের আর্থিক সহযোগিতা দেবে বাংলাদেশ সরকার।

বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা বিস্তার রোধে দেশব্যাপী চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দেশের প্রায় পাঁচ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় মাঠ পর্যায় থেকে এবং ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে।

প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে এসব অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top