টঙ্গীতে সরকারি হাসপাতালের নার্সকে গুলি করে হত্যার হুমকি

S M Ashraful Azom
টঙ্গীতে সরকারি হাসপাতালের নার্সকে গুলি করে হত্যার হুমকি

মাহবুবুর রহমান, টঙ্গী প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের এক সিনিয়র নার্সকে গুলি করে হত্যার প্রতিবাদে রোববার (১৭ মে) ডাক্তার ও নার্সরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। এর ফলে সরকারি হাসপাতালে আসা শত শত রোগীদের চিকিৎসা সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে।

হাসপাতাল সুত্রে জানা যায়, হাসপাতালের আউট সোর্সিংয়ের কর্মচারী তোহিদুল ইসলাম হৃদয় বহিরাগত কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে হাসপাতালে প্রবেশ করে। এসময় হাসপাতালে নার্সদের রুমে গিয়ে সিনিয়র নার্স মশিউর রহমান কে গুলি করে হত্যার  হুমকি দেয়। এ সময় হৃদয় তার নির্দেশমত হাসপাতালে কাজ করার জন্য মশিউর রহমানকে হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় মশিউর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আমরা সরকারি কর্মচারী হয়ে ও একজন আউট সোর্সিং কর্মচারীর কাছে প্রায় সময় লাঞ্ছিত হই। হৃদয়কে হাসপাতাল থেকে বিদায় না করা পর্যন্ত আমাদের কর্ম বিরতি অব্যাহত থাকবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top