ইসলামপুর কালবৈশাখী ক্ষতিগ্রস্থদের সহায়তা

S M Ashraful Azom

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলমাপুর পৌর শহরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাড়িয়েছেন পৌর প্যানেল মেয়র শ্রী অংকন কর্মকার ।

রবিবার বিকালে তিনি পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডের,তেঘুরিয়া,মোশারফগঞ্জ,টংগের আগলা ও ধর্নাপাড়া কালবৈশাখী তান্ডবে ক্ষতিগ্রস্ত লন্ডভন্ড ঘরবাড়ি পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে  নিজের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে নগদ এক হাজার করে টাকা সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য যে, শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়-হাওয়ায় পৌরশহরের টংগের আগলা, মোশাররফগঞ্জ, তেগুরিয়া ও বোয়ালমারী এলাকার অনেক মানুষের ঘরের চাল উড়ে যায়। এতে কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন। এছাড়াও গাছপালা ও ফসলি জমির ব্যপক ক্ষতি সাধিত হয় ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top